ঢাকা, ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

হুন্ডিসহ অন্যান্য অবৈধ লেনদেন প্রতিরোধে সিআইডি প্রধানের মতবিনিময় সভা

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২২, সোমবার, ১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৪ অপরাহ্ন

banglahour

ঢাকা: সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া, সিআইডি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর মাধ্যমে হুন্ডিসহ অন্যান্য অবৈধ লেনদেন প্রতিরোধে বিএফআইইউ,  বিকাশ ও বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের মালিক/প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা রবিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সাম্প্রতিক সময়ে হুন্ডিসহ অন্যান্য অবৈধ লেনদেনে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) গুলো ব্যবহৃত হচ্ছে মর্মে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অতিরিক্ত আইজিপি মহোদয় আশাবাদ ব্যক্ত করেন যে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর মাধ্যমে অবৈধভাবে রেমিট্যান্স পাঠানো বন্ধ হলে খুব দ্রুতই রেমিট্যান্স বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) যাতে অবৈধ কমকান্ডে ব্যবহৃত না হয় তার জন্য সবাই এক হয়ে কাজ করতে হবে।

সভায় উক্ত প্রতিনিধিবৃন্দ অতিরিক্ত আইজিপি মহোদয়কে আশস্ত করেন যে, সকল লেনদেন বৈধ চ্যানেলে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মকান্ড পরিচলনা করবেন। উক্ত সভায় সিআইডি প্রধান বলেন যে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর মাধ্যমে হুন্ডি অথবা অন্য কোন অবৈধ লেনদেন পরিলক্ষিত হলে ডিস্ট্রিবিউশন হাউজ ও হাউজের অধীনে এজেন্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় সিআইডির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com