রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে (রেলগেট) এলাকা থেকে ওই অস্ত্রসহ একজনকে আটক করেন শিক্ষার্থীরা।
আটক ব্যক্তির নাম হোসেন মিয়া। তিনি নগরের চণ্ডীপুর এলাকার বাসিন্দা।
কয়েক দিন ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অস্ত্র, টাকা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। রাজশাহীতে ৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। সন্দেহ হলে তাঁরা গাড়ি তল্লাশিও করছেন। গতকাল রাতে নগরের রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন শিক্ষার্থীরা। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ির পেছনে দুই বস্তা দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সৌপর্দ করেন।
এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের সময় ওই প্রাইভেট কার থামান। পরে গাড়ির পেছন থেকে দেশি অস্ত্র উদ্ধার করে। আটক ব্যক্তি শিক্ষার্থীদের টাকা দিতে চেয়েছিলেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হন। পরে তাঁরা ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন।
তবে এ ব্যাপারে রাজশাহী-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, তিনি এ ব্যাপারে এখনো কিছু জানেন না। খোঁজ নিয়ে জানাবেন।