ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ তিনজন নিহত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১১ আগস্ট ২০২৪, রবিবার, ৭:৫৪ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মেরিনা বেগম (৪৫), তার মেয়ে সাথী আক্তার (১৪), এবং আব্দুল আলীম নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার একই পরিবারের সদস্য এবং ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও মেয়ে। নিহত আব্দুল আলীম হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে।

নিহতের স্বামী ও বাবা সৈয়দ আলী এবং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হবিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার ধানক্ষেতে কাজ করার জন্য বের হন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে তারা বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান জানান, আব্দুল আলীমও একই সময় মাঠে কাজ করছিলেন এবং বজ্রপাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com