ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিএনপির ১০ দফা ঘোষণা, ১৩ ও ২৪ ডিসেম্বর সারাদেশে গণমিছিল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২২, শনিবার, ৫:৫৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: সংসদ বিলুপ্ত করে পদত্যাগ আর নির্দলীয় সরকার গঠনের দাবিসহ দশ দফা ঘোষণা করেছে বিএনপি। পাশাপাশি ১৩ ও ২৪ ডিসেম্বর ঢাকাসহ সব মহানগর ও জেলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে গণমিছিল করবে দলটি। ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে আজ শনিবার (১০ ডিসেম্বর) বিকালে ডা. খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষনা দেন।

সমাবেশে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ বলেন, সরকার ঢাকায় অলিখিত হরতাল দিয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা হাতে অস্ত্র নিয়ে পিকেটিং করছে। জীবন দিয়ে হলেও দেশের মানুষ এই দেশকে মুক্ত করবে। প্রশাসন কে ব্যবহার করে সমাবেশ বন্ধু করার চেষ্টা দেখে মনে হয় না, দেশে কোন সরকার আছে বলে মনে হয় না।

ডক্টর আবদুল মইন খান বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হতে হবে না এটা পরিস্কার। অবৈধ সরকার সংবিধানের দোহাই দিয়ে বলে নির্বাচন হবে এই সরকারের অধিনে। সরকার প্রতিনিয়ত সংবিধান লংঘন করছে। শুধু তত্ত্বাবধায়ক সরকারের কথা আসলেই সংবিধানের কথা আসে। জনগণ রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়। এই রায় বাস্তবায়নে অব্যহত আন্দোলন চালিয়ে যেতে হবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমার নয়টি খেলায় জয় লাভ করেছি। আজ দশম খেলায় জয় লাভ করলাম।  এই সমাবেশ পন্ড করতে এমন কোন কাজ নাই শেখ হাসিনা করে নাই। মহামান্য রাষ্ট্রপতি আপনি এই সরকারকে পদত্যাগ করতে বলুন।  বিশিষ্ট জনদের দিয়ে সরকার গঠন করুন।  আমরা সেখানে যাবো। শেখ হাসিনার সময় শেষ জনগণের বাংলাদেশ।

আমান উল্লাহ আমান বলেন, এই সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়েছে।

খন্দকার মোশাররফ বলেন, সমাবেশ পন্ড করতে হেন কোন কাজ নাই সরকার করেনি। আইন শৃঙ্খলা রক্ষা না করে পুলিশ বাহিনী উল্টো বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে।  সমাবেশ থেকে তিব্র নিন্দা জানাই, আব্বাস ও ফখরুল সহ সব নেতাকর্মীদের গ্রেফতারের। প্রায় সারে চারশ নেতাকর্মী গ্রেফতার করেছে সমাবেশ বানচাল করতে। তারা বিএনপিকে ভয়পায়।  এদেশের মানুষ আর প্রতারিত হতে রাজি নয়। এই সমাবেশ রায় দিয়েছে আপনার গনতন্ত্র হত্যাকারী। যারা গনতন্ত্র ধংস করেছে তাদের কে দিয়ে গনতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। যারা অর্থনীতি ধংস করেছে তাদের কে দিয়ে অর্থনীতি রক্ষা করা সম্ভব নয়। যারা বিচার ব্যবস্থা ধংস করেছে তাদের কে দিয়ে বিচার ব্যবস্থা রক্ষা করা সম্ভব নয়।
সমাবেশ থেকে বিএনপির পক্ষে দশ দফা ঘোষণা: এই দফগুলো যুগপৎ আন্দোলনে যারা থাকবেন তাদের সাথে আলোচনা করেছি।

১.সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগ 
২. তত্ত্বাবধায়ক সরকার 
৩. নির্বাচন কমিশন বাতিল 
৪. খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি 
৫. কালাকানুন বাতিল
৬. বিদ্যুৎ ও তেলের দাম কমাতে হবে
৭. নিত্যপন্যের দাম কমানো
৮. সব দুর্নীতি তদন্তে কমিশন 
৯. গুম-খুনের সাথে সম্পৃক্ত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
১০. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগকে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়া।

কর্মসূচি :
গ্রেফতার ও হত্যার প্রতিবাদে ১৩ তারিখ বিভাগ, ১৫ তারিখ জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 
২৪- গন মিছিল। এ সব কর্মসূচি যুগপৎ ভাবে পালন করা হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com