ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

২৪ তারিখ অহেতুক সংঘাতের উস্কানি দেবেন না, বিএনপিকে কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৬:১৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: আগামী ২৪ ডিসেম্বর সংঘাতের উস্কানি না দিতে বিএনপিকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সম্মেলন প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, '২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন। আমরা তাদেরকে অনুরোধ করব, ঢাকা সিটিতে অহেতুক সংঘাতের উস্কানি দেবেন না। সারাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে। আমরা সংঘাত চাই না। আপনারা করা মানেই সংঘাতের উস্কানি দেওয়া।'

এদিন জামায়াত সমাবেশ করবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার মতে, এসব সমাবেশ সংঘাতের উস্কানি দিচ্ছে।

গত ১০ ডিসেম্বর বিএনপি যে সমাবেশ করেছে তা 'সুপার ফ্লপ' আখ্যা দেন কাদের। বলেন, 'কে যেন বলেছে, মাথা পাগল হয়ে গেছে। সরকারের না, পাগল তারাই হয়ে গেছে। বেপরোয়া হয়ে গেছে। ১০ তারিখ সুপার ফ্লপ। সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান ছিল আওয়ামী লীগের৷ রাজধানী ঢাকা, পাড়া-মহল্লা, অলি গলি সবই ছিল আওয়ামী লীগের স্লোগানে স্লোগানে মুখর। গোলাপবাগে মিটিং করেছে। পল্টন করবেই৷'

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি কি না বলেছিল? ১১ তারিখ তারেক জিয়ার এয়ারপোর্টে আসার কথা। ১০ তারিখ তারা লাল কার্ড দেখানোর কথা। জনগন তাদেরকে লাল কার্ড দেখালো।'

বিএনপির ঘরে গণতন্ত্র শৃঙখলিত উল্লেখ করে তিনি বলেন, 'নিজের ঘরের গণতন্ত্র নাই।।তারা আবার গণতন্ত্র আনবে। তাদের ঘরেই গণতন্ত্র নাই। গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করবে। তাদের ঘরেই গণতন্ত্র শৃঙখলিত।'

আওয়ামী লীগের ২২ তম সম্মেলনের দুই অধিবেশন এর আগের সম্মেলনের মতই হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দেলোয়ার হোসেন বোন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ইকবাল হোসেন অপু কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, শিহাব উদ্দীন ফরাজী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফিসহ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com