
বাংলাআওয়ার ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে তিন বাংলাদেশী শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশের জাতিসংঘ কার্যালয়।
বুধবার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের আন্তরিক সমবেদনা জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন ও শরীফ হোসেনের পরিবারের প্রতি, যারা দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। একইসাথে আহত ও চিকিৎসাধীন মেজর আশরাফুল হকের দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হয়।