ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

রিজার্ভ চুরির ঘটনায় ৫৯ ধার্য তারিখেও প্রতিবেদন দিতে পারেনি সিআইডি

অর্থনীতি |

(১ বছর আগে) ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ৬:২৩ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় ৫৯ ধার্য তারিখে প্রতিবেদন দাখিল করতে পারেনি মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 
তারা তদন্তের সময় আরও ১৮০ কার্যদিবস বাড়ানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন দাখিলের জন্য আদালত ৩০ কার্যদিবস সময় বাড়িয়েছেন। 
গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ান। গত ২৭ সেপ্টেম্বর এ মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান মামলাটির সুষ্ঠু-তদন্তের স্বার্থে ১৮০ কার্যদিবস সময়সীমা বাড়ানোর আবেদন করেন। 
এরপর আদালত তদন্তকারী কর্মকর্তা উপস্থিতিতে মঙ্গলবার এ বিষয় শুনানির জন্য দিন ধার্য করেন। তবে, এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা পবিত্র ওমরা হজে পালনের উদ্দেশ্য সৌদি আরবে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এরপর আদালত ৩০ কার্যদিবস মামলার তদন্তের জন্য সময়সীমা বৃদ্ধি করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। 

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com