ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

আওয়ামী লীগের সামনে কোন দফা দিয়ে লাভ নেই বিএনপিকে কামরুল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২১ ডিসেম্বর ২০২২, বুধবার, ২:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: আওয়ামী লীগের সামনে কোন দফা দিয়ে লাভ নেই। দেশের মানুষ দফাতে বিশ্বাস করে না কাজে বিশ্বাস করে। আজ বুধবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। 

আলোচনা সভায়আওয়ামী লীগ নেতারা বলেন, যারা সরকারের সফলতা মেনে নিতে পারে না তারাই উন্নয়নকে নস্যাৎ করতে দেশবিদেশী ষড়যন্ত্র করছে। যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন সুযোগ নেই বলেও মন্তব্য আওয়ামী লীগের।  

বিজয়ের ৫২ বছর ও আমাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ। বুধবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নীতিনির্ধারক।

সভায় বক্তারা বলেন,  দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে স্বাধীনতাবিরোধী শক্তি। যারা সরকারের উন্নয়নকে ব্যহত করতে চাইবে তাদেরকে প্রতিহত করবে আওয়ামী লীগ।

বিএনপি আবারো অনির্বাচিত সরকার আনতে ষড়যন্ত্র করছে অভিযোগ করে নেতারা বলেন, এরশাদ জিয়া সরকারের মতো নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।

বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে  বিভিন্ন দফা পেশ করছে। দেশের মানুষ দফায় বিশ্বাস করে না দাবি করে তারা বলেন, জনগণ উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাস করে।

যারাই সরকারের উন্নয়নকে নস্যাৎ করতে অপচেষ্টা করবে আওয়ামী লীগ তাদরেকেই রাজপথে প্রতিরোধ করবে।

আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মোফাজ্জল চৌধুরী মায়া, কামরুল ইসলাম, শাহ আলম মুরাদ সহ অন্যরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com