ঢাকা, ২ নভেম্বর ২০২৪, শনিবার, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধে হাইকোর্টে রিট

সচিবালয় | অনলাইন ডেস্ক

(৪ দিন আগে) ২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ৩:৩১ অপরাহ্ন

banglahour

আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন এবং পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এ রিটে আওয়ামী লীগসহ ১১টি দলের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের আরজি জানানো হয়েছে।

এছাড়া দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়েও একটি রিট দায়ের করা হয়েছে, যার শুনানি আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে অনুষ্ঠিত হতে পারে।

রিটে বিবাদী হিসেবে আওয়ামী লীগ, এরশাদের জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরীকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, এলডিপি, জাতীয় পার্টি (মঞ্জু), গণতন্ত্রী দল, মার্ক্সিস্ট-লেলিনিস্ট (বড়ুয়া) এবং সোসিওলিস্ট পার্টি অব বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিটের প্রার্থনায় বলা হয়েছে, নির্বিচারে মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা এবং অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য এসব দলের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, এ বিষয়ে রুল জারি করা হোক।

এছাড়া, ভবিষ্যতে সকল নির্বাচনে এই দলগুলোকে অংশগ্রহণ থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে।

সচিবালয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com