ঢাকা, ১ অক্টোবর ২০২৩, রবিবার, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভলিবলকে এগিয়ে নিতে বিশ্বমানের স্টেডিয়াম করা হবে: ডিএনসিসি মেয়র

খেলা | নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার, ৮:৩৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: ভলিবলকে এগিয়ে নিতে বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম। 

আজ সোমবার (২৬ ডিসেম্বর ২০২২) বিকালে ঢাকার মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এ‌শিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ ম্যানস ভ‌লিবল চ্যা‌লেঞ্জ কাপ ২০২২ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কিরগিজদের ৩-২ সেটে হারিয়ে বিজয়ের পতাকা উড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হলো। এ সময় তিনি এ কথা বলেন। 

উল্লেখ্য, বাংলা‌দেশ, শ্রীলঙ্কা, নেপাল ও কির‌‌গিজস্থান এই চার‌টি দে‌শ এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। জমকালো আয়োজনে ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট আজ ২৬ ডিসেম্বর শেষ হলো।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লতিফ।

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র সভাপতির বক্তৃতায় বলেন, 'বাংলাদেশ ভলিবলকে এগিয়ে নিতে বিশ্বমানের স্টেডিয়াম নির্মাণ করা হবে। আমরা ইতিমধ্যে আলাপ-আলোচনা করেছি। আমাদের সৌভাগ্য আমাদের একজন ক্রীড়াপ্রেমি প্রধানমন্ত্রী আছেন। এসএ গেমসে বাংলাদেশ ভালো করবে এই লক্ষ্য নিয়ে আমরা কর্মপরিকল্পনা ঠিক করেছি। প্রশিক্ষণ প্রদান করছি। প্রশিক্ষণ আরও বাড়িয়ে দেয়া হবে। বিশ্বমানের ট্রেনিং দরকার। আমরা এগুলো নিয়ে কাজ করছি।'

বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, 'বিজয়ের মাসে আমাদের সোনার ছেলেরা শক্তিশালী কিরগিজস্তানকে হারিয়ে আরেক বিজয় অর্জন করেছে। উড়ন্ত বলের দূরন্ত খেলা ভলিবল। গ্রাম বাংলার খেলা ভলিবল। মাদকমুক্ত দেশ গড়তে গেলে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধূলা অংশ নিতে হবে। ভলিবলের যাত্রা অব্যাহত থাকবে। ভলিবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।'

এসময় মেয়র আরও বলেন, 'পর্যটন নগরী কক্সবাজারে আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু এ‌শিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও ওম্যানস আন্তর্জাতিক বিচ ভ‌লিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ শুরু হতে যাচ্ছে। আমাদের পর্যটন অনেক জনপ্রিয়। বিচে খেলা আয়োজনের মাধ্যমে আরও এগিয়ে যাবে আমাদের পর্যটন খাত এবং ভলিবল। অলিম্পিক বাছাইয়ের খেলাও বাংলাদেশে আয়োজনের প্রস্তুতি চলছে। বিভিন্ন দেশ বাংলাদেশে এসে খেলবে।

সবশেষে ডিএনসিসি মেয়র বলেন, 'বয়সভিত্তিক অনুর্ধ্ব ১৯, ২৩ এগুলো আয়োজনের মাধ্যমে ধারাবাহিক উন্নতি ধরে রাখবো। ভলিবল এখন অনেক মর্ডান খেলা। আগে শুধু গ্রামে হলেও বিশ্বব্যাপী এটি এখন অনেক মর্ডান ও জনপ্রিয় খেলা। শেখ কামাল যুব গেমস শুরু হচ্ছে। সেখান থেকেও আমরা কিছু প্লেয়ার পেয়ে যাবো।'

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, 'আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট আয়োজন অনেক কঠিন কাজ। সফলভাবে টুর্নামেন্ট আয়োজন হয়েছে। বিজয়ের মাসে এটি অনেক বড় সফলতা। বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বাংলাদেশ ক্রিয়াঙ্গনেও অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে ভলিবল খেলা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো খেলছে। ভলিবল খেলায় বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।'

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ডিএনসিসি মেয়র ও বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের সভাপতি মোঃ আতিকুল ইসলাম এবং সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এসময় আরও ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রমুখ।

 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com