সংসদ সচিবালয়ের সব রেকর্ড, দলিলাদি ও কাগজপত্র অফিসের বাইরে না নেওয়ার নতুন এক নির্দেশনা দিয়েছে সংসদ সচিবালয়। সহকারী সচিব বি এম আবুল কাশেম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে- ‘কার্যপ্রণালি-বিধি যথাযথভাবে অনুসরণপূর্বক সংসদ সচিবালয়ের সকল রেকর্ড, দলিলাদি ও কাগজপত্র সংরক্ষণ এবং কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন রেকর্ড, দলিলাদি ও কাগজপত্র অফিসের বাইরে না নেওয়ার নির্দেশনা পরিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’
কার্যপ্রণালি বিধিতে এ ধরনের নির্দেশনা থাকলেও সংসদ সচিবালয়ের প্রাপ্তি, বিলি ও সমন্বয় শাখা সম্প্রতি এ নির্দেশনা জারি করেছে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, মূলত ৫ আগস্টের পর সংসদ সচিবালয় থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সংশ্লিষ্ট ফাইল গায়েবের অভিযোগ ওঠে।
গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরই নড়েচড়ে বসে সংসদ সচিবালয় প্রশাসন। সংসদের সব প্রবেশপথসমূহের সিসিটিভি পর্যবেক্ষণ করে। এ নিয়ে গঠন করা হয় তদন্ত কমিটি।
তবে ওই কমিটি ফাইল গায়েবের কোনো প্রমাণ পায়নি বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফাইল ও নথি সংসদ সচিবালয়ের বাইরে নেওয়ার কোনো নজির নেই। স্পিকারের বিশেষ নির্দেশনা ছাড়া কোনো ফাইল সংসদ সচিবালয়ের বাইরে যায় না। এখন স্পিকারও নেই।
তাই কোনো ফাইল বাইরে যাওয়ার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ ধরনের নির্দেশনা দেওয়া হলো। এতে প্রমাণিত হয়-অনেক ফাইল ও দলিল এরই মধ্যে সংসদ সচিবালয় থেকে সরানো হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ৩১০-বিধি অনুযায়ী ‘সংসদ বা সংসদের কোন কমিটি বা বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সকল রেকর্ড, দলিলাদি ও কাগজপত্র সচিবের হেফাজতে থাকিবে এবং তিনি অনুরূপ কোন রেকর্ড, দলিলাদি বা কাগজপত্র স্পিকারের অনুমতি ব্যতীত সংসদের বাহিরে লইয়া যাইতে দিবেন না। ’ অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর সংসদ সচিবালয়ের অনেক ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।
কিছু ফাইল লুট হয়েছে। আবার কিছু ফাইল পরে সরানোর অভিযোগ রয়েছে। এসব ফাইলের বেশির ভাগই আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। ইতোমধ্যে যেসব ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না তাতে শতাধিক কোটি টাকার হিসাব রয়েছে। সংসদ সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এসব ফাইল গায়েবের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, স্পিকারের দপ্তর, সংসদ সচিবের দপ্তর ও কমন শাখার অনেক ফাইলের হদিস নেই। আবার কমিটি শাখার অনেক ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।ওইসব ফাইলে কমিটির নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত রয়েছে। মূলত ফাইল নিয়ে এ ধরনের অভিযোগ ওঠার পরই সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ ধরনের নির্দেশনা জারি করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় সংসদ ভবন চত্বর ও ভবনের ভিতরে ঢুকে পড়ে হাজারো মানুষ। এ সময় তারা স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপদের কক্ষসহ ৯ তলা ভবনের প্রায় সব কক্ষ তছনছ করে।