বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম স্থাপনা, ভারতের আগ্রার তাজমহল, হঠাৎ বোমাতঙ্কে কেঁপে উঠেছে। উত্তর প্রদেশ পর্যটন দপ্তরের অফিসিয়াল ই-মেইলে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পরপরই ঐতিহাসিক এই স্থাপনাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
ঘটনার বিবরণ
পর্যটন দপ্তরে হুমকি ই-মেইল পৌঁছার সঙ্গে সঙ্গেই পর্যটকদের তাজমহল থেকে সরিয়ে নেওয়া হয়। সেখানে বম্ব স্কোয়াড এবং পুলিশ তন্নতন্ন করে তল্লাশি চালায়। তবে তল্লাশির পর পুলিশ জানিয়েছে, তাজমহলে বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এটিকে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে পাঠানো একটি মিথ্যা হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশের বক্তব্য
আগ্রার এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, হুমকি পাওয়ার পরই পর্যটকদের সরিয়ে নিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, পুলিশ কুকুর, এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বিস্ফোরক খোঁজা হয়। তবে আতঙ্ক ছড়ানোর বাইরে আর কিছুই পাওয়া যায়নি।
প্রতিক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা
উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর দীপ্তি ভাতসা জানান, হুমকি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা আগ্রা পুলিশকে জানানো হয়। এরপর থেকে তাজমহলের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
তাজমহলের গুরুত্ব
তাজমহল ভারতের অন্যতম ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণ। প্রতি বছর দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৭০ লাখ পর্যটক এই মুঘল স্থাপত্য দেখতে আসেন। এর মতো স্থাপনার বিরুদ্ধে এমন হুমকি শুধু ভারতের নয়, বিশ্ব ঐতিহ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে।
পুলিশ জানায়, এই মিথ্যা হুমকির সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে।