ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

মসজিদে নববীর ইমাম পরিচয়দানকারী প্রতারক গ্রেপ্তার

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:০১ অপরাহ্ন

banglahour

দরবেশ বাবা পরিচয়ে প্রতারণার মাধ্যমে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া মো. সবুজকে (৩২) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ক্রাইম ইনভেনস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।


বুধবার (৪ ডিসেম্বর) ভোলার মুলাইপত্তন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি সাইবার পুলিশের একটি টিম তাকে গেপ্তার করে।

সিআইডি সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আরিফা খাতুন (ছদ্মনাম) তার পুত্রবধূর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এ সমস্যাগুলোর সমাধানের জন্য ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তিনি কথিত দরবেশ বাবার সঙ্গে যোগাযোগ করেন। দরবেশ বাবা পরিচয়ে প্রতারক মো. সবুজ নিজেকে সৌদি আরবের মসজিদে নববীর ইমাম হিসেবে পরিচয় দেন এবং ভিকটিমের আস্থা অর্জন করেন। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তিনি জানান, সমস্যার সমাধানে কিছু খরচ লাগবে এবং এটি গোপন রাখতে হবে। সমস্যার সমাধান না হলে তার ছেলে এবং পুত্রবধূর ক্ষতি হতে পারে বলে ভয় দেখান। বিশ্বাস অর্জনের পর ভিকটিম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট সাড়ে ৫ লাখ টাকা প্রতারকের কাছে পাঠান।


পরে আরিফা খাতুন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রাজধানীর কলাবাগান থানায় মামলা করেন। সিআইডির সাইবার পুলিশ মামলাটি তদন্ত করে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারকের অবস্থান শনাক্ত করে এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজকে গ্রেপ্তার করে।


সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ স্বীকার করে, সে এবং তার এলাকার বেশ কিছু যুবক এ প্রতারণার সঙ্গে যুক্ত। তারা ফেসবুক, ইউটিউব এবং ইমোতে নিজেদের দরবেশ বাবা পরিচয়ে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। পুরো চক্রটি শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com