ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৪:৪১ অপরাহ্ন

banglahour

পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বাংলাদেশের সীমানার মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড়-আমজুয়ানি এলাকার রফিকুল ইসলামের ছেলে। সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের ৭৫১ নম্বর মেইন পিলারের ৮ থেকে ৯ নম্বর সাবপিলারের মাঝামাঝি এলাকায় তাঁর লাশ পড়ে ছিল।

এদিকে আজ দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গরু চোরাচালান করতে গিয়ে আনোয়ার হোসেন বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় বিএসএফের কাছে জোরালো প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

আজ ভোর সোয়া ৫টার দিকে ওই এলাকায় গুলির শব্দ পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। হাঁড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, আজ সকালে স্থানীয় লোকজন মোমিনপাড়া সীমান্তে লাশ পড়ে থাকতে দেখেন। পরে ঘটনাস্থলে সদর থানার পুলিশ সদস্যরা আসেন।

বেলা তিনটার দিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সীমান্ত এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে দুপুরে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির গলার নিচে বাম দিকের কলারবোন সংলগ্ন স্থানে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। সেটি গুলি নাকি অন্যকিছুর ক্ষত তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে।’

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com