ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে জনতার ঢল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১১ জানুয়ারি ২০২৩, বুধবার, ১:২৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি শুরু করেছে নেতা-কর্মীরা। গণ-অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয়েছে দলের নেতা-কর্মীরা।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত বিএনপির এ গণ অবস্থান কর্মসূচীতে রাস্তায় জনতার ঢল নেমেছে।

আজ বুধবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়। বিএনপির এ কর্মসূচী ঢাকা ছাড়াও দেশের নয় বিভাগীয় শহরে একযোগে শুরু হয়েছে।

‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’ ‘এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার’ ইত্যাদি স্লোগান দিয়ে পুরো এলাকা সরব করে রেখেছেন অবস্থানরত নেতা-কর্মীরা। বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করছেন সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com