ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালাগাল কৃষক দল নেতার

অপরাধ | অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬:১৮ অপরাহ্ন

banglahour

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক কৃষক দল নেতার বিরুদ্ধে।


সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক।

অভিযুক্ত জালাল উদ্দিন কালীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও চাপালি গ্রামের আব্দুল মজিদের ছেলে।


লিখিত অভিযোগে প্রধান শিক্ষক উল্লেখ করেছেন, প্রধান শিক্ষক হিসেবে স্কুলের কাজে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যাই। এ সময় ৭ম শ্রেণিতে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর অভিভাবক মো. আনোয়ার হোসেন ছেলের ভর্তির বিষয়ে কথা বলে এবং প্রয়োজনীয় কাজ শেষে দুপুর ১২টার দিকে অফিসের নিচে নামলে জালাল ও জাহিদসহ ৫/৬ জন ভর্তির বিষয়ে আমার কাছে জানতে চায়। আমি তাদের বলি ভর্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তখন তারা উত্তেজিত স্বরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে আজকের মধ্যে ভর্তি করে না নিলে, তুই কী করে স্কুলে আসিস দেখে নেব। কাল থেকে স্কুলে তালা ঝুলবে।


এ দিকে গতকাল (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে গিয়েও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ রয়েছে উপজেলা কৃষক দলের এই যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার।


এ বিষয়ে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ইউএনও স্যারের সামনে ওই ছাত্রের অভিভাবক জালাল ও জাহিদসহ ৩/৪ জন ভর্তি করানোর জন্য বলে। তখন ইউএনও স্যার আমাকে বলেন, আইনগতভাবে যেটা হয় সেটা করবেন। তখন তারা ইউএনও স্যারের সামনে আমাকে বলে, স্যার ভর্তিটা করিয়ে নেন তা না হলে এরপর কিন্তু ব্যবস্থা গ্রহণ করব। এরপর ইউএনও স্যারের অফিস থেকে বের হয়ে আসার পর উপজেলা চত্বরে প্রায় ৫০/৬০ জন মানুষের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে জালাল ও জাহিদ। সে ভাষা মুখে আনা সম্ভব না।


তিনি আরও বলেন, সরকারি স্কুলে ভর্তি করতে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয় না। এমন অভিযোগ একদমই মিথ্যা ও ভিত্তিহীন।


অভিযুক্ত উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন প্রথমে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার বিষয়টি অস্বীকার করেন। এরপর তার বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়ার কথা বললে তিনি বলেন, প্রধান শিক্ষক ভর্তির বিষয়ে এক অভিভাবকের কাছে ২০ হাজার টাকা চেয়েছে। সে বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। এছাড়া আর কিছু না। আমি প্রধান শিক্ষককে বলেছি, আওয়ামী লীগ আমলে যেভাবে স্কুল চালিয়েছেন সেভাবে আর চালানো যাবে না। এখন অন্যভাবে চালাতে হবে।


কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com