
ঢাকা, সোমবার: ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে রুকনদের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে বিমানবন্দর থানা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বাধীনতাত্তোর সময়ে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত সত্ত্বেও জনগণের সমর্থন নিয়ে আমরা লক্ষ্যের দিকে আপসহীনভাবে এগিয়ে চলছি।”
জাতীয় ঐক্যের অভাব ও রাজনৈতিক বিভাজন
সেলিম উদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধের ৫০ বছর পরও স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি। স্বাধীনতা-পরবর্তী সরকারগুলো জাতীয় ঐক্য গঠনের পরিবর্তে রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে জাতিকে বিভক্ত করেছে। ফলে আমাদের স্বপ্ন বারবার বাধাগ্রস্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “গত ৫৩ বছরে জামায়াতের ওপর নানা দমন-পীড়ন চালানো হয়েছে। এমনকি কথিত বিচারের নামে শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। তবুও ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হয়নি, বরং জামায়াত তার লক্ষ্যে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।”
রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আহ্বান
সেলিম উদ্দিন রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “যারা জনগণের কল্যাণের কথা বলেছিলেন, তাদের অযোগ্যতা ও দুর্নীতির কারণে দেশ আজ হতাশার অন্ধকারে নিমজ্জিত। দেশের সম্ভাবনাময় জনগোষ্ঠী আজ দিকনির্দেশনাহীন হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “জামায়াত দেশের বিভিন্ন সেক্টরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে।”
দাওয়াতি কার্যক্রম জোরদারের নির্দেশ
জামায়াতের এই শীর্ষ নেতা দলের রুকনদের উদ্দেশ্যে বলেন, “আমাদের ঈমানী দায়িত্ব হচ্ছে দেশের মানুষকে আল্লাহ ও রাসুল (সা.) প্রদর্শিত পথে আহ্বান জানানো। পাশাপাশি জনহিতকর কার্যক্রমের তথ্যও জনগণের সামনে তুলে ধরতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন বিমানবন্দর থানা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা এনামুল হক শিপন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সুজারুল হক সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মহিব্বুল্লাহ।
(সংবাদ প্রতিবেদন)