ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভিসা বাতিলের পরও আরব আমিরাতে কতদিন থাকা যায়

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১১:৪৫ পূর্বাহ্ন

banglahour

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মসংস্থান ভিসা বাতিল হওয়ার পর বিদেশিদের জন্য গ্রেস পিরিয়ড (অতিরিক্ত সময়) রয়েছে। এর মধ্যে বিদেশিরা নতুন ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা দেশ ছেড়ে যেতে পারেন। সাধারণত এই গ্রেস পিরিয়ড ৩০-১৮০ দিন পর্যন্ত হতে পারে। তবে তা ভিসার ধরন ও অন্যান্য শর্তের ওপর নির্ভর করে।


কর্মসংস্থান ভিসা বাতিল হলে নিয়োগকর্তা মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হয়। একবার ভিসা বাতিল হলে নতুন ভিসার জন্য আবেদন করা যাবে। গ্রেস পিরিয়ডে তারা নতুন চাকরি খুঁজতে পারেন, পারিবারিক স্পন্সরশিপে ভিসা নিতে পারেন অথবা সেল্ফ-স্পন্সরড ভিসার জন্য আবেদন করতে পারেন।

গ্রেস পিরিয়ডের সময়সীমা সাধারণত ৩০-৯০ দিন। কিছু বিশেষ ভিসার জন্য ১৮০ দিন পর্যন্ত সময় দেওয়া হয়। গোল্ডেন ও গ্রিন ভিসা হোল্ডার, শিক্ষার্থী ও ইউএই নাগরিকের পরিবার এ সময় পেতে পারে। ফ্রি জোনে ভিসা বাতিলের দিন থেকেই গ্রেস পিরিয়ড শুরু হয়। আর মেইনল্যান্ডে শুরু হয় শ্রম কার্ড বাতিল হওয়ার দিন থেকেই।


গ্রেস পিরিয়ড শেষে ইউএই ত্যাগ না করলে বা স্ট্যাটাস পরিবর্তন না করলে অতিরিক্ত ৫০ দিরহাম জরিমানা লাগবে। এ ক্ষেত্রে আইডেন্টিটি ও সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটির (আইসিপি) পোর্টালের মাধ্যমে গ্রেস পিরিয়ড চেক করা ও সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com