ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

স্যুয়ারেজ প্রকল্পে নির্মাণ ও নিয়োগে অনিয়মের অনুসন্ধান

অনুসন্ধান | অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪০ অপরাহ্ন

banglahour

চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ এবং জনবল নিয়োগে স্বজনপ্রীতির বিষয়টি তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরানের নেতৃত্বে চার সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।

দুদকের প্রতিনিধি দল ওয়াসার সচিব ও স্যুয়ারেজ প্রকল্পের পরিচালকের সঙ্গে আলোচনা করেন। পরে সাংবাদিকদের দুদক কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইমরান জানান, হালিশহরে ৩,৮০৮ কোটি টাকা ব্যয়ে চলমান স্যুয়ারেজ প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান্টে ফাটল দেখা দিয়েছে এবং সেখানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযানে গিয়ে প্ল্যান্টে ফাটল দেখা গেছে বলে তিনি নিশ্চিত করেন।

প্রকল্প পরিচালক জানিয়েছেন, ফাটল সিল করার জন্য রাসায়নিক ব্যবহারের পরিকল্পনা রয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়া, ওয়াসার সাবেক এমডি একেএম ফজলুল্লাহর বিরুদ্ধে স্বজনপ্রীতির মাধ্যমে জনবল নিয়োগের অভিযোগ উঠেছে। দুদক তার শেষ ছয় মাসের নিয়োগ ও বদলির তথ্য চেয়ে নিয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

চট্টগ্রাম মহানগরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপনের জন্য ২০১৮ সালে ৩,৮০৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। তবে, নির্মাণকাজ শুরু হতে তিন বছর লেগে যায়, ফলে দুই দফা মেয়াদ বাড়ানোর পরও প্রকল্পের অর্ধেক কাজ এখনও বাকি রয়েছে।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com