
শনিবার (৮ মার্চ) ধামরাই উপজেলার চৌহাট ও আমতা ইউনিয়নে আয়োজিত এক ইফতার মাহফিলে এক আবেগঘন বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ঘোষণা করেন, "ব্যক্তিকে নয় ধানের শীষকে বিজয়ী করবেন।" বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানে মুরাদ জনসাধারণকে দলীয় সম্পর্ক ছিন্ন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখার আহ্বান জানান।
মুরাদ পূর্ববর্তী ওয়ান ইলেভেন সরকারের সমালোচনা করে পিছপা হননি, তারেক রহমানকে নির্যাতনের পরিকল্পনা এবং গণতন্ত্র দমনের অভিযোগ এনেছিলেন। তিনি জুলাই মাসে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন, যা তিনি দাবি করেছিলেন যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করেছে।
অবিলম্বে নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে মুরাদ বলেন, “গত ১৮ বছর ধরে, এই দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি এই অধিকার পুনরুদ্ধারের জন্য সক্রিয়ভাবে প্রতিবাদ করে আসছে এবং জুলাই আন্দোলনের অংশ হিসেবে জনগণ রাস্তায় নেমেছে।”
মুরাদ কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের কথাও স্মরণ করেন, উল্লেখ করেন যে জনগণ তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যোগ দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে কেবলমাত্র একটি সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকারই আইনশৃঙ্খলা, সুশাসন এবং বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে পারে।
ইউনিয়ন বিএনপি নেতা মুজিবুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের প্রাক্তন সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক রহমান ফারুক এবং বিএনপি নেতা মাসুদ তালুকদার সহ বিশিষ্ট দলীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
মুরাদের বক্তব্য উপস্থিতদের মধ্যে অনুরণিত হয়েছিল, যারা জিয়াউর রহমানের আদর্শ এবং দেশে গণতান্ত্রিক অধিকারের জন্য চলমান সংগ্রামের প্রতি তাদের অঙ্গীকার প্রকাশ করেছিলেন।