-68187a1551ae3.jpg)
ঢাকা, ৫ মে ২০২৫ — জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সরব থাকেন। গান ছাড়াও তিনি মাঝেমধ্যেই নিজের মতামত, অনুভূতি ও পারিবারিক মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। আজ তার মেয়ের জন্মদিনে এমনই এক আবেগঘন স্ট্যাটাসে ভক্তদের মন ছুঁয়ে গেলেন এই সংগীতযুবরাজ।
সোমবার সকালে নিজের মেয়ে আইদাহ আসিফ রঙ্গনের জন্মদিন উপলক্ষে দুটি ছবি পোস্ট করে একটি আবেগময় বার্তা দেন আসিফ আকবর। ছবিতে দেখা যায়, হলুদ জামা পরা ফুটফুটে আইদাহ মাথায় পরেছে হলুদ রঙের একটি বেন্ড। আরেক ছবিতে মেয়েকে বুকে টেনে নিয়ে কপালে আদরের চুমু দিচ্ছেন বাবা আসিফ।
স্ট্যাটাসে আসিফ লিখেছেন, “আজ (৫ মে) আমাদের মেয়ে আইদাহ আসিফ রঙ্গনের জন্মদিন। তিন বছর পেরিয়ে আইদাহ এখন চার বছরে পড়ল। আমার জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আইদাহ। হাসিখুশি মেয়েটা আমার জিদ্দিও যথেষ্ট।”
তিনি আরও জানান, মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে। “আমার খুব শখ— আইদাহ বড় হয়ে একদিন ফাইটার প্লেন চালাবে। সেই লক্ষ্যেই যা কিছু দরকার, একজন বাবা হিসেবে সবই করব ইনশাআল্লাহ,”— বলেন আসিফ।
বর্তমানে কোরিয়ায় কনসার্টে থাকায় মেয়ের জন্মদিনে তার সঙ্গে থাকতে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। “মেয়ের জন্মদিনে ঢাকায় নেই। দক্ষিণ কোরিয়ায় এসেছি কনসার্টে। খুব মিস করব— কিছু করার নেই। মেয়ে আমাকে সবসময় খুঁজে বেড়ায়, বাসায় থাকলে পাশেই থাকে,”— বলেন এই জনপ্রিয় শিল্পী।
স্ট্যাটাসের শেষে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে আসিফ লিখেছেন, “শুভ জন্মদিন আইদাহ মা'মনি। আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম...।”
সংগীতাঙ্গনের এই প্রিয় মুখের এমন পিতৃত্বস্নেহে ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে ইতোমধ্যে শুভেচ্ছা ও ভালোবাসায় সাড়া দিচ্ছেন।