
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন তাদের মেয়ের ছবি এখনো প্রকাশ্যে আনেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন গর্ভাবস্থার কঠিন সময়ের অভিজ্ঞতা এবং কন্যার নাম ‘দুয়া’ রাখার পেছনের অর্থবহ গল্প।
দীপিকা বলেন, “সন্তান জন্ম দেওয়ার আগের ৮-৯ মাস আমাকে খুব কষ্ট করতে হয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক জটিলতা তৈরি হয়েছিল। তবে তখন বিষয়টি গোপন রেখেছিলাম।”
গত বছর ফেব্রুয়ারিতে দীপিকা-রণবীর দম্পতি তাদের প্রথম সন্তান আগমনের ঘোষণা দেন। এরপর ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের কন্যা ‘দুয়া পাড়ুকোন সিং’। দীপিকা জানান, মানসিকভাবে তিনি তখন স্থিতিশীল থাকলেও গর্ভাবস্থায় সবার সহযোগিতা ও ভালোবাসা তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে।
সন্তানের নামকরণ নিয়ে দীপিকা বলেন, “জন্মের পর ওকে কোলে নেওয়ার পরই মনে হয়েছিল, আমি ওর ব্যক্তিত্ব গড়ে উঠতে দিতে চাই। আমরা অনেক ভাবনার পর একদিন মধ্যরাতে রণবীর হঠাৎ ‘দুয়া’ নামটি প্রস্তাব করে। নামটা শুনেই আমার ভালো লেগে যায়। কবিতা ও সংগীত থেকে অনুপ্রাণিত হয়ে নামটি রাখা হয়েছে।”
তাদের মেয়ের ছবি এখনও গোপন রাখলেও দীপিকা-রণবীর এর আগে এক জোড়া পায়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, কবে প্রকাশ্যে আসবে তার মুখ।