
সম্প্রতি দেশটির সংবাদচ্যানেলগুলোর অতিনাটকীয়তা ও ভুয়া ফুটেজ ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সংবাদমাধ্যমকে তিনি সরাসরি “সার্কাস” বলে অভিহিত করেন। একই সুরে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি এক্সে এক পোস্টে লেখেন, “ভারতীয় সংবাদমাধ্যম এখন আর বিশ্বাসযোগ্য জায়গা নয়, বরং কার্টুন নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে।”
এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। ফেসবুকে এক পোস্টে তিনি রসিকতার ছলে লেখেন, “আমাদের নিউজ চ্যানেলগুলো দুর্দান্ত ফিকশন বানাচ্ছে। মিউজিক ডিরেকশন ও ভিএফএক্সে কিছুটা ঘাটতি থাকলেও, সঞ্চালকদের অতিরঞ্জিত অভিনয় বহুদিন মনে থাকবে।”
নেটিজেনদেরও প্রতিক্রিয়া ছিল তীব্র। কেউ বলেছেন, “খবর নয়, যেন সিনেমার ট্রেলার।” কেউ আবার মন্তব্য করেছেন, “ভিএফএক্সে ভিডিও গেমের ফুটেজ, আর সাউন্ডে বাজছে সাইরেন—সব মিলিয়ে যেন যুদ্ধের সিনেমা।”
অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও তাতে সাড়া দিয়ে বলেন, “জল ঘোলা, মাছও প্রচুর, আর মিডিয়া যেন চন্দনে চোবানো তুলসীপাতা।”
এর আগেও সংবাদমাধ্যম নিয়ে কঠোর মন্তব্য করেছেন ঋত্বিক। একবার সাংবাদিক ময়ূখ রঞ্জনকে ‘গাধা’ বলেও কটাক্ষ করেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান যুগে মিডিয়ার দায়িত্বশীলতা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই জরুরি বস্তুনিষ্ঠতা বজায় রাখা। অথচ ভারতের একটি অংশের সংবাদমাধ্যম বারবার নাটকীয় উপস্থাপনায় নিজেদের হাস্যকর করে তুলছে, যা আন্তর্জাতিক মহলেও প্রশ্নের জন্ম দিচ্ছে।
তুমি কি চাইছো আমি এটা একটা ভিডিও রিপোর্টের স্ক্রিপ্ট হিসেবেও বানিয়ে দিই?