
বাংলাদেশে নারীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিদিন নতুন এক দুঃসহ চিত্র উপস্থাপন করছে। সদ্যপ্রকাশিত আইন ও সালিশ কেন্দ্র (আসক), জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন ১০৯ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর তথ্য বলছে, শুধু সাত মাসে ১৩৩ নারী স্বামীর হাতে খুন হয়েছেন। এই সংখ্যা আমাদের সমাজব্যবস্থা, আইনশৃঙ্খলা ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের এক গভীর সংকটকে স্পষ্ট করে তুলেছে।
রাজধানীর শেওড়াপাড়ায় সৈয়দা ফাহমিদা তাহসিন (কেয়া)-এর ঘটনা যেন গোটা চিত্রটিকে আরও নির্মমভাবে সামনে আনে। চার সন্তানের মা, সংসার ধরে রাখার আপ্রাণ চেষ্টা- কিন্তু শেষ পর্যন্ত স্বামীর সহিংসতার বলি। আত্মহত্যার গল্প সাজানো হলেও রান্না চলমান অবস্থায় চার সন্তানকে রেখে একজন নারীর আত্মহত্যা করা কতটা বিশ্বাসযোগ্য? এই প্রশ্নের উত্তর না আসা পর্যন্ত পরিবার ও সমাজের আস্থা ফিরে পাওয়া সম্ভব নয়।
সংখ্যার ভয়াবহতা
জানুয়ারি–জুলাই ২০২৫: ৩৬৩টি পারিবারিক সহিংসতা, ৩২২ জন নিহত
এর মধ্যে নারী ও শিশু হত্যা: ২০৮ জন
স্বামীর হাতে নিহত: ১৩৩ নারী
জাতীয় নারী হেল্পলাইন ১০৯-এ সাত মাসে কল: ৪৮,৭৪৫
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সাড়ে আট মাসে কল: ১৭,৩৪১
এর মধ্যে শুধু স্বামীর বিরুদ্ধে অভিযোগ: ৯,৩৯৪
প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি ভেঙে যাওয়া জীবন।
কেন বাড়ছে সহিংসতা?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিরুল আই খান যথার্থভাবেই বলেছেন- পিতৃতান্ত্রিক সংস্কৃতি: নারীর প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চায় স্বামী ও শ্বশুরবাড়ি।
শিক্ষা ও অর্থনৈতিক দুর্বলতা: পড়াশোনা ও আর্থিক স্বাবলম্বনের অভাব নারীদের আরও অসহায় করে তোলে।
সামাজিক সংস্কার: বিবাহবিচ্ছেদকে এখনো সমাজ নেতিবাচকভাবে দেখে, ফলে পরিবার মেয়েদের সংসার টিকিয়ে রাখতেই চাপ দেয়।
আইনের দুর্বল প্রয়োগ: শাস্তির ভয়ের অভাবই সহিংসতাকে উৎসাহিত করে।
করণীয় কী?
আইন প্রয়োগে দৃঢ়তা- হত্যাকারী বা নির্যাতনকারী স্বামীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নারীর স্বাবলম্বন- শিক্ষা ও কর্মসংস্থানে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে, যাতে তারা নির্যাতনমূলক সম্পর্ক থেকে বের হতে পারেন।
সচেতনতা ও সামাজিক পরিবর্তন- বিবাহবিচ্ছেদকে কলঙ্ক নয়, বরং জীবনের নিরাপদ বিকল্প হিসেবে সমাজে গ্রহণযোগ্য করে তুলতে হবে।
হেল্পলাইন ও সহায়তা কেন্দ্র শক্তিশালী করা- ১০৯ ও ৯৯৯ নম্বরে পাওয়া প্রতিটি অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
প্রতিদিন একটি নারী যদি স্বামীর হাতে খুন হন- এটা কেবল পারিবারিক সমস্যা নয়, বরং রাষ্ট্র ও সমাজের অস্তিত্বের জন্যও হুমকি। নারীদের জীবন নিরাপদ না হলে কোনো উন্নয়নই টেকসই হবে না।
নারীদের অবশ্যই নির্যাতনমূলক সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে, এবং রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে- কারণ দেরি মানে আরেকটি মৃত্যু, আরেকটি শোকাহত পরিবার।