ঢাকা, ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা পৌঁছালেও বিপাকে রাজনীতিকরা

বিশ্ব | মাইনুল ইসলাম, নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।

(১ সপ্তাহ আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৭ অপরাহ্ন

banglahour

নিউইয়র্ক সময় সোমবার বিকেল ৩টার পর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা।

প্রফেসর ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা রাষ্ট্রীয় প্রটোকলসহ নির্বিঘ্নেই বিমানবন্দর ত্যাগ করলেও বিপদে পড়েন সফরে আমন্ত্রিত রাজনৈতিক নেতারা। ইমিগ্রেশনে বাড়তি সময় নেওয়ায় তাদের অনেকে দেরিতে বাইরে বের হন। এ সময় একপর্যায়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পাশাপাশি তাকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়।

ঘটনার পর সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হলেও রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় অবহেলা ছিল কি না—এ প্রশ্নের উত্তর মেলেনি। তাদের অভিযোগ, প্রধান উপদেষ্টার সঙ্গেই প্রটোকল নিয়ে বের হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। আর সেই সুযোগই কাজে লাগিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সফরসঙ্গী পাঁচ রাজনীতিককে পরে এক গাড়িতে করে হোটেলে আনা হয়। এ বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন—প্রস্তুতি অনুযায়ী অনেক কিছুই হয়নি।

সরকার দাবি করেছে, নিউইয়র্কে আরও এক সপ্তাহ অবস্থান করবেন এসব রাজনৈতিক নেতা, এ সময়ে তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com