
বিভাগীয় জেলা ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকারাম উদ্দীন আহম্মদ।
এসময় প্রশাসনিক কর্মকর্তা ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। ওইদিন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে বলে কর্মশালায় জানানো হয়।