ঢাকা, ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে ১ লক্ষ ২১ হাজার শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা

স্বাস্থ্য | বান্দরবান প্রতিনিধি

(১৩ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩:৩৮ অপরাহ্ন

banglahour

বান্দরবানে ১ লক্ষ ২১ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে। ইতোমধ্যে জেলায় ৬৫ শতাংশ শিশু অনলাইনে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

এসময় তিনি আরো বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামুল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ টিকা শিশুদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত নিরাপদে রাখবে। তিনি বলেন, এ টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলায় ৩শ ৮৪টি সেন্টার আছে, যে যার নিকটস্থ সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে।

এছাড়াও কোন কারনে রেজিষ্ট্রেশন করতে না পারলে সরাসরি নিজ নিজ টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে বলে জানান সিভিল সার্জন।

কর্মশালায় বান্দরবান জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়ন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে, ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত  গ্রাম অঞ্চলের কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com