
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মাহবুবুর রহমান মিলনের সভাপতি অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসআইএমও) ডা.ইমরান হাসিব খন্দকার জানান,চুয়াডাঙ্গা জেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২লাখ ৭৭ হাজার ২৪৭জন। আউটরীচ ৮৯৬টি ও ৮টি স্হায়ী টিকাদান কেন্দ্র জেলার ৯২২টি বিদ্যালয়ে রেজিস্ট্রেশন করা ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে। এ টিকাদান কাজে ৩৪১ জন সরকারী ও বেসরকারী কর্মী এবং প্রথম সারির ১১৮ জন তত্ত্বাবধায়ক সহায়তা করবেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডা.সাজিদ হাসান (এমওসিএস), চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ এবং জ্যেষ্ঠ সাংবাদিক মানিক আকবারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।