ঢাকা, ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে দেড় লক্ষাধিক শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারন

স্বাস্থ্য | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ দিন আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ৪:৪৮ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি জেলায় এবার ১ লক্ষ ৫৪ হাজার ৭৪৯ জন শিশুকে টাইফয়েড এর টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা। এর মধ্যে জেলার ১০ উপজেলায় রেজিষ্ট্রেশন করেছেন প্রায় ৮৬ হাজার ১৫০ জন শিক্ষার্থী।
তিনি জানান, আগামী ১২ অক্টোবর জেলার ১ হাজার ২৪৯ টি স্কুলের শিক্ষার্থীদের ১ হাজার ২২২টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের টাইফয়েডের টিকা প্রদান করা হবে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর (ইপিআই) সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা এসব কথা বলেন।
সভার শুরুতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে স্বাস্থ্য সচেতনতামুলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল  কর্মকর্তা ডা: জয়ধন তঞ্চঙ্গ্যা।
এ সময় রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের এমও-ডিসি ডা: প্রতীক সেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথসহ জেলায় কর্মরত স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিনক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় ১ম শ্রেণী থেকে ৯ম শ্রণী পড়ুয়া স্কুলের শিক্ষাথীরা এ টিকার আওতায় আনার পাশাপাশি ৯মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুই এটিকা নিতে পারবে।
এর মধ্যে যারা রেজিষ্ট্রেশন করেনি তারা জেলা-উপজেলার সংশ্লিষ্ট কেন্দ্রে নাম তালিকাভুক্ত করে টিকা গ্রহন করতে পারবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com