
চীন সীমান্ত-সংলগ্ন মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) ভোরে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। চীনা রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাজিকিস্তানে সকাল ৫টা ৩৭ মিনিটে প্রায় ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
ভূমিকম্পে আঘাত হানা এলাকাটিতে তেমন জনবসতি নেই বলে জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।