বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদর্গা ময়দান থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাইদ মক্ত মঞ্চ সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাছুম সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল উল্লাহ বিপ্লব, ও সদর উপজেলা যুবদলের সভাপতি মো: আলী প্রমুখ্য
সমাবেশে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে যুবদলকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা এবং সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে জেলা যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
