বিরামপুর পৌর এলাকার কৃষ্টচানপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাসকে রাষ্ট্রীয়মর্যাদায় দাফন হয়েছে।
সোমবার সন্ধায় (২৭ অক্টোবর) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
উপজেলার কৃষ্টচাঁনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
সন্ধায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাকে গার্ড অব অনার প্রদান করেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও থানার ওসি (তদন্ত) আতাউর রহমান। তার জানাযায় উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডারের সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার, পৌর মুক্তিযোদ্ধা কমাণ্ডার আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহবায়ক ইছাহাক আলী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও আবু তাহেরসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ অংশ গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
