মুক্তাগাছায় বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনা সোমবার দিনব্যাপি সরকারি শারীরিক শিক্ষা কলেজের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছা এ কর্মসূচির আয়োজন করে। এতে সনাক ও সনাক’র তত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউিনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র দেড় শতাধিক সদস্য অংশ নেন।
সনাক সভাপতি অধ্যাপক আব্দুস সবুর-এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর মো: আতিকুর রহমান। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি মাহবুবুল আলম রতন, কাজী মনিরা তরফদার, সনাক সদস্য, এম. ইদ্রিছ আলী, আ.ন.ম শাহ্নূর মামুন, শামসুন নাহার রিনা প্রমূখ। অনুষ্ঠানে বক্তাগণ মুক্তাগাছার সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি ইয়েস দলনেতা খুশনুর আলম, সহ-দলনেতা মালা আক্তার, ইয়েস সদস্য, বাবুল হোসেনসহ বিভিন্ন এসিজি’র সন্বয়ক, সহ-সমন্বয়ক ও সদস্যবৃন্দ তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সহ-সভাপতি সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
