ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে কলেজ ছাত্র তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

অপরাধ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(২ দিন আগে) ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২:০৯ অপরাহ্ন

banglahour

কুমিল্লার বুড়িচং উপজেলার বাহেরচর গ্রামের মেধাবী কলেজ ছাত্র তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলা সদরে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি গ্রহণকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, “এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের জন্য বুড়িচং থানার কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। অতি দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর (রবিবার) রাতে পূর্ব শত্রুতার জেরে বাহেরচর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে তুহিন-কে ডেকে নিয়ে যায় অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুসহ আরও কয়েকজন। পরে তারা তুহিনকে পাশের গোবিন্দপুর গ্রামের একটি ভবনে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে নির্যাতন চালায়।

গুরুতর আহত অবস্থায় তুহিনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা ফেরদৌসী আক্তার বাদী হয়ে সাইফুল ইসলাম বাবুসহ চারজনের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যান্য অভিযুক্তরা হলেন— নাফিজ উদ্দিন, জহির মিয়া ও আবদুল আলিম।

তুহিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যেন এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com