পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে দুর্বৃত্তের ছুরিঘাতে অটো চালক মোশারফ খান (৪০) নিহত হয়েছে ।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মোশারফ অটো চালিয়ে রাত দশটার দিকে বাড়ি ফেরেন। রাতের খাওয়া-দাওয়া শেষে তিনি তার রুমে ঘুমাতে যান। পাশের অন্য একটি রুমে ছিলেন তার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মালা ও স্ত্রী শাহনাজ বেগম।
রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত মাটির ঘরে একটি সুরঙ্গ তৈরি করে ঘরের ভিতরে প্রবেশ করে। তারা প্রথমে মেয়ে এবং স্ত্রীর রুমে ঢুকলে মেয়ে মালা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে বাবা মোশারফ খান পাশের রুম থেকে ছুটে আসেন। এসময় দুর্বৃত্তরা তাকে ছুরি দিযে শরীরের কয়েক যায়গায় আঘাত করে পালিয়ে যায়। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোশারফ নিহতের ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সকাল থেকেই এলাকাবাসী ভিড় জমায় নিহত মোশারফ এর বাড়িতে । তারাও এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনাটি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এটি নিশ্চিত একটি হত্যা কান্ড। পুলিশ দ্রুত দোষীদের গ্রেফতারের চেষ্টা করছে।
নিহত মোশারফ এর এক ছেলে রয়েছে। সে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
