চুয়াডাঙ্গার কৃতিসন্তান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা.সায়ীদ মেহবুব উল কাদির চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)'র কেন্দ্রীয় কমিটি'র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।
ডা.সায়ীদ মেহবুব উল কাদির ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার, তাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গার কৃতি সন্তান শামসুজ্জামান দুদু, বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
ডা. সায়ীদ মেহবুব উল কাদির,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ড কমিটির আহবায়ক হওয়ার মাধ্যমে রাজনীতির অঙ্গনে পা রাখেন। এরপর তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য হন। তারপর ছাত্রদলের ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ও জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ১৯৯৬-১৯৯৯ সেশনে ছাত্রদলের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ ইন্টার্ণ ডক্টরস এসোসিয়েশনের সদস্য সচিব, ময়মনসিংহ জেলা বিএমএ'র সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ও ঢাকা সিটি বিএমএ'র
সাবেক কেন্দ্রীয় কাউন্সিলর, কার্যকরী সদস্য, ২০০৩-২০১৯ সেশনে ড্যাব কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ২০১৯-২০২৫ সেশনে ড্যাব কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য, ২০১২-২০১৯ সেশনে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট শাখা ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া তিনি,২১ বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশনের সভাপতি ও ঢাকাস্হ চুয়াডাঙ্গা জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৪-২০১৫ সেশনে এশিয়া প্যাসিফিক লিডারশীপ গ্রাজুয়েট, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি ট্রেজারার ও অকুলোপ্লাস্টিক সোসাইটি অব সাউথ এশিয়া বাংলাদেশ প্রতিনিধি, এশিয়া প্যাসিফিক অফথালমিক ট্রমা সোসাইটির সেক্রেটারি জেনারেল, সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা কো-অর্ডিনেটর, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি সাবেক যুগ্ম মহাসচিব, এশিয়া প্যাসিফিক অকুলার অনকোলজি সোসাইটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন।
২০২৫ সালে চিকিৎসা সেবায় অনন্য ভুমিকা রাখার জন্য প্রফেসর এম এ মতিন গোল্ড মেডেল পান।
বর্তমানে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট একাডেমিক কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
