নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে বিজয়ী করুন। কারণ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। আমাদের নেতা তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের ৩১ দফা বাস্তবায়নের জন্য মনোযোগী হতে বলেছেন-আপা । এই ৩১ দফা বাস্তবায়ন করে আমাদের দায়িত্ব ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা।
বিজিএমইএ এবং কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ৭টি স্হানে স্হানীয় বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল। কারণ হচ্ছে এই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী যেমন আছে, তার থেকে বড় শক্তি আছে এই দলের কোটি কোটি নীরব সমর্থক। এই সমর্থকদের আমরা যারা দল করি, দলের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, দলের যারা কর্মী, আমাদের কারও ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে। কিন্তু যে অগণিত কোটি কোটি সমর্থক আছে, তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরও একবার ক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আগামীতে একটি সুন্দর নির্বাচন হবে,সেই নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবে। কিন্তু ওই নির্বাচনে ধানের শীষে তারা তখনই ভোট দেবে যখন তাদের মন জয় করা হবে। নির্বাচনের দিন তাদের ভোট কেন্দ্র নিয়ে আসতে হবে। তাদের প্রতি সম্মান দেখাতে হবে। সাধারণ মানুষের চাহিদা খুব কম। বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষকে যেন সম্মান করে। তাদের যেন কোনো অপকার না করে এবং প্রশাসনিকভাবে কোনো সমস্যায় পড়লে যেন তারা এগিয়ে আসে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী তথা ধানের শীষের জনপ্রিয়তাকে বেগবান করার জন্য চুয়াডাঙ্গা-২ আসনে নিজের নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিজিএমইএয়ের সভাপতি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু।
পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক উসমান গনি, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু ও সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, ছাত্রদলের সভাপতি আফজালুর রহমান সবুজ, মহিলা দলের আহ্বায়ক সালমা জাহান পারুলছাড়া ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
