৪৮ বৎসরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) জামালপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন ড্যাব এর কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ তরিকুল ইসলাম রনি , বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) জামালপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম ও সিনিয়র নার্স সুপ্রীতি দাশ।
এ সময় বক্তারা বলেন, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার করার সিদ্ধান্ত বাতিল করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
