“বিশ্ব অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশান” এ প্রতিপাদ্যে বিভাগয়ি জেলা ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত হয়েছে।
আজ (সোমবার) সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রিহ্যাবিলিটেশন ময়মনসিংহ বিভাগের একমাত্র প্রতিষ্ঠান ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের অকুপেশনাল থেরাপি বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে এমসিপিএইচএস কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
পরে কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তার।
সহকারী অধ্যাপক ও কলেজ কোঅর্ডিনেটর ডা. এম এ কুদ্দুস জাহিদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড অফ ফিনান্স এন্ড একাউন্ট, দিদার হোসেন, সহকারী অধ্যাপক ডা. রেজাউল করিম রাজীব, অকুপেশনাল থেরাপি বিভাগের ইনচার্জ ডা. সাদিয়া তাসনিম দিয়া প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
