স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দেশ। তৈরি পোশাক শিল্প, প্রবাসী আয়, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর ভর করে দেশের ব্যবসা খাত দীর্ঘদিন ধরে প্রবৃদ্ধি ধরে রেখেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অর্থনৈতিক চাপ, অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা এবং নীতিগত অসংগতির কারণে এই খাতে জমেছে নানা অদৃশ্য সংকট।
তৈরি পোশাক শিল্প: টিকে থাকার লড়াইয়ে রপ্তানির মেরুদণ্ড
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দীর্ঘদিন ধরে অর্থনীতির প্রধান চালিকাশক্তি হলেও সাম্প্রতিক বছরগুলোতে খাতটি ক্রমাগত চাপের মুখে পড়ছে। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, পোশাক খাতের মূল সংকট কেবল বৈশ্বিক বাজারে নয়, বরং দেশের ভেতরের নীতিগত দুর্বলতায়। তিনি বলেন, রপ্তানি আয় সময়মতো দেশে না আসা, ডলার ব্যবস্থাপনার অদক্ষতা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে অনেক কারখানা টিকে থাকতে পারছে না। অন্যদিকে শ্রম অর্থনীতিবিদরা মনে করেন, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত না হলে এই খাত দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকবে না।বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক (RMG) খাত থেকে। লাখো মানুষের কর্মসংস্থান হলেও অনুসন্ধানে উঠে এসেছে, কাঁচামাল আমদানিতে এলসি জটিলতা, ডলার সংকটে রপ্তানিকারকদের অর্থ ফেরত পেতে দেরি, শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ, একাধিক কারখানা মালিক জানিয়েছেন, ব্যাংক সুদের উচ্চহার ও বিদ্যুৎ-গ্যাসের অনিয়মিত সরবরাহ উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে।
ব্যাংকিং ও অর্থায়ন: ব্যবসার গতি রুদ্ধ করে রাখা খাত
বাংলাদেশের ব্যাংকিং খাতকে অনেক বিশ্লেষকই ব্যবসা উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলামের মতে, খেলাপি ঋণ সংস্কৃতি এবং রাজনৈতিক প্রভাব ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। তার ভাষায়, প্রকৃত উদ্যোক্তারা ঋণ না পেয়ে পিছিয়ে পড়ছেন, আর প্রভাবশালীরা বারবার সুবিধা পাচ্ছেন। ব্যবসায় বিশ্লেষকরা বলছেন, এই বৈষম্যমূলক অর্থায়ন কাঠামো নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করছে। ব্যবসা সম্প্রসারণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যাংকিং খাতের অনিয়ম। অনুসন্ধানে দেখা গেছে,
খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় প্রকৃত উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের ঋণ পুনঃতফসিল সুবিধা বারবার দেওয়া হচ্ছে, এসএমই খাতে বরাদ্দ থাকলেও মাঠপর্যায়ে বাস্তবায়ন দুর্বল।একজন মাঝারি শিল্প উদ্যোক্তার ভাষ্য, “ব্যবসা বাড়াতে চাই, কিন্তু ব্যাংক ঋণ মানেই ঘুষ আর দৌড়ঝাঁপ।”
ক্ষুদ্র ও মাঝারি শিল্প: অবহেলায় আটকে থাকা সম্ভাবনা
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বাংলাদেশের কর্মসংস্থানের বড় অংশ তৈরি করলেও নীতিনির্ধারণে তারা বরাবরই উপেক্ষিত। উন্নয়ন গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, এসএমই খাতের সমস্যা মূলত কাঠামোগত। তার মতে, ব্যাংকিং ব্যবস্থা বড় উদ্যোক্তাদের জন্য তৈরি, ছোট উদ্যোক্তাদের বাস্তবতা সেখানে বিবেচনায় নেওয়া হয় না। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতা ও আর্থিক প্রতিষ্ঠানের অনীহা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সরকারিভাবে এসএমই খাতকে অর্থনীতির চালিকাশক্তি বলা হলেও বাস্তবে এ খাত সবচেয়ে বেশি অবহেলার শিকার।প্রশিক্ষণের অভাব, সহজ শর্তে ঋণ না পাওয়া, বাজারজাতকরণে করপোরেট দখল।
অনেক নারী উদ্যোক্তা জানিয়েছেন, কাগজে-কলমে সুযোগ থাকলেও বাস্তবে তারা পুরুষপ্রধান ব্যাংকিং ব্যবস্থায় পিছিয়ে পড়ছেন।
আমদানি,রপ্তানি ও বন্দর ব্যবস্থাপনা: দুর্বল ব্যবস্থাপনার খেসারত
বন্দর ও কাস্টমস ব্যবস্থাপনার দুর্বলতা বাংলাদেশের ব্যবসা ব্যয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সাবেক বাণিজ্য সচিব এবং নীতি বিশ্লেষকরা মনে করেন, বন্দরে অবকাঠামো উন্নয়ন হলেও ব্যবস্থাপনা সংস্কার হয়নি। অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমানের মতে, কাস্টমস প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। তিনি বলেন, এই অদৃশ্য ব্যয় শেষ পর্যন্ত ভোক্তা ও রপ্তানিকারকদের ওপর চাপ সৃষ্টি করছে।
চট্টগ্রাম ও মোংলা বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ব্যবসায়ীদের বড় ক্ষতির মুখে ফেলছে। অনুসন্ধানে উঠে এসেছে, কাস্টমস ক্লিয়ারেন্সে অপ্রয়োজনীয় জটিলতা, অনানুষ্ঠানিক লেনদেন ছাড়া ফাইল এগোয় না, এমন অভিযোগ, বন্দরে অবকাঠামো থাকলেও ব্যবস্থাপনার ঘাটতি। এক আমদানিকারকের মতে, “পণ্য বন্দরে পড়ে থাকলে লাভ নয়, লোকসান বাড়ে।”
করনীতি ও ভ্যাট ব্যবস্থা: রাজস্ব বনাম ব্যবসাবান্ধবতা
বাংলাদেশের করনীতি নিয়ে দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী মহলে অসন্তোষ রয়েছে। সাবেক এনবিআর চেয়ারম্যানরা মনে করেন, কর আদায়ের চাপ বাড়লেও কর ব্যবস্থাকে ব্যবসাবান্ধব করা হয়নি। অর্থনীতি বিশ্লেষক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, হঠাৎ কর হার পরিবর্তন এবং মাঠপর্যায়ে কর কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার ব্যবসার পরিবেশ নষ্ট করছে। তার মতে, স্বচ্ছ ও স্থিতিশীল করনীতি ছাড়া বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়।
ডিজিটাল ভ্যাট ও অনলাইন রিটার্ন ব্যবস্থা চালু হলেও ব্যবসায়ীদের বড় অংশ এখনো প্রস্তুত নয়।হঠাৎ কর হার পরিবর্তন,কর কর্মকর্তাদের হয়রানির অভিযোগ, ছোট ব্যবসায়ীদের করজালে টেনে এনে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।
স্টার্টআপ ও নতুন উদ্যোক্তা: স্বপ্ন আছে, নিরাপত্তা নেই
তরুণদের হাত ধরে দেশে স্টার্টআপ সংস্কৃতি গড়ে উঠলেও এটি এখনো ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবন বিশ্লেষকরা বলছেন, নীতিগত অনিশ্চয়তা এবং বিনিয়োগ সুরক্ষার অভাব নতুন উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের মতে, স্টার্টআপদের জন্য আলাদা অর্থায়ন কাঠামো ও কর ছাড় না দিলে এই খাত থেকে কাঙ্ক্ষিত কর্মসংস্থান সৃষ্টি হবে না।
কাঠামোগত সংস্কার ছাড়া উত্তরণ নয়
বিশেষজ্ঞদের অভিন্ন মত হলো,বাংলাদেশের ব্যবসা খাতের সংকট কোনো একক খাতের নয়, এটি পুরো ব্যবস্থার। অর্থনীতিবিদরা বলছেন, সুশাসন, নীতিগত ধারাবাহিকতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব নয়। সময়োপযোগী ও সাহসী সংস্কারই পারে বাংলাদেশের ব্যবসা খাতকে সম্ভাবনার জায়গা থেকে বাস্তব উন্নয়নের পথে এগিয়ে নিতে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
