
ছবি: সংগৃহিত।
দুই ধাপে তিন ফরম্যাটে খেলতে ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। একমাত্র টেস্ট ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামে, সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ।
বুধবার (১৭মে) দ্বিপাক্ষিক এ সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুরে শুরু হবে ১৪ জুন। টেস্ট ম্যাচ খেলে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানিস্তান দল। সেখানে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে রশিদ খানের দল।
১ জুলাই আবার বাংলাদেশে ফিরবে আফগানরা। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সিলেটে টি-টোয়েন্টি ম্যাচ দুটো হবে ১৪ ও ১৬ জুলাই।