
ঢাকা: মানব সেবার মাধ্যমেই আত্নতৃপ্তি পাওয়া যায়। মানুষের সুদিনে পাশে থাকার মতো দুর্দিনেও এগিয়ে যেতে হবে। মানুষ হিসেবে অন্যের বিপদে পাশে থাকা মানবিক গুণগুলোর অন্যতম। তাই এ কাজে সকল প্রকার সমালোচনা ও বাধা বিপত্তি পরিহার করে ঐক্যবন্ধভাবে এগিয়ে যেতে হবে।
আজ বৃহস্পতিবার (২৫শে) রাজধানীর একটি অভিজাত রেষ্টুরেন্টে বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়ার গ্রামভিত্তিক মানবিক সংগঠনগুলোর যৌথ উদ্দ্যোগে “লিডারশীপ এসোসিয়েশনের” পরিচিতি ও মতবিনিময় সভায় নেতৃবৃন্দ একথা বলেন ।

লিডারশীপ এসোসিয়েশনে উপস্থিত ছিলেন, জনাব এম এ জসিম, মো: তানভির রানা, নুরুল আমীন নান্টু, মো: কবির হোসেন রাজু, মো: পারভেজ হাওলাদার, রুবেল তালুকদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।