
ইউরোপের উন্নত দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। এ দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও দেশের আইনের সাথে সমন্বয় রেখে শিশুদেরকে ধর্মীয় মূল্যবোধ শিখানোর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার । এখানে মক্তব, হিফজ বিভাগ ও নৈতিকতা শিখানোর সুব্যবস্থা রয়েছ।
আজ ১ জুলাই ২০২৩ শনিবার ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশী কমিউনিটি মসজিদ (CCM IDF ) Stains পরিচালিত মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে ও মাদরাসা বিভাগের পরিচালক নুরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সেন্টার সহ-সভাপতি কামরুল হাসান, মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক আহমাদুল ইসলাম, হিফজ বিভাগের ইনচার্জ হাফেজ কারী বেলায়েত হোসাইন, হিফজ বিভাগের শিক্ষক হিসাম উদ্দিন।
শতাধিক অভিভাবক ও ছাত্র-ছাত্রী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শুভাকাংখীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল ক্লাসের ১-২-৩ স্থান অধিকারী ও উপস্থিতি এবং নৈতিকতা সমন্বয় করে ৫টি করে পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।