ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

কক্সবাজারে পানিবন্দি ২ লক্ষাধিক মানুষ, ৫ জনের মৃত্যু

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ মাস আগে) ৮ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ২:৫৩ অপরাহ্ন

banglahour

কক্সবাজার: টানা বৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের ৩২টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এরই মধ্যে চকরিয়া ও পেকুয়ায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে এনেছে প্রশাসন। এছাড়া উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এবং চকরিয়ায় পাহাড় ধসে মাটির দেয়াল চাপা ও ঢলে ভেসে তিন শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আর পানিবন্দি মানুষদের নিরাপদে সরিয়ে আনার পাশাপাশি শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

টানা বৃষ্টিপাত, কখনো মাঝারি আবার কখনো ভারী। বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত হয়েছে পাহাড়ি ঢলের পানি। যেদিকে তাকায় সেদিকে পানি আর পানি। পানিতে ডুবে রয়েছে মানুষের বসতি, ডুবে গেছে সড়কগুলো। একই সঙ্গে পানিতে তলিয়ে গেছে কৃষকের ক্ষেত-খামার, পুকুর ও চিংড়ি ঘের। গেলো কয়েকদিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এমন অবস্থা কক্সবাজারের চকরিয়া উপজেলার। শুধু চকরিয়া উপজেলা নয়, ৮টি উপজেলার ৩২টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি। যারা পানিবন্দি হয়ে চরম দূর্ভোগে পড়েছেন।

আর জেলা প্রশাসক জানালেন, লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এবং তাদের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে।

পাহাড়ী ঢলে মাতামুহুরি নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে রশিদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আর চকরিয়ায় পাহাড় ধসে মাটির দেয়াল চাপায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় মৃত্যু হয়েছে মা-মেয়ের।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com