
ঢাকা: এই মুহূর্তে কোনো রাজনৈতিক সভা সমাবেশের অনুমতি পাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) আপিল বিভাগের ১নং কোর্টে জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যু এবং মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা বহাল রেখেছে হাইকোর্ট।
আপিল বিভাগে শুনানি শেষে জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা বহাল রাখে এবং আদালত অবমাননার বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট, ২০২৩ দিন ধার্য করেন।