ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন এমবাপ্পের

খেলা | অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন

banglahour

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে হারের পর চাপে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্যারিসে ৩-২ গোলে হারা সেই ম্যাচে এমবাপ্পেকে যেন খুঁজেই পাওয়া যায়নি। এরপরও দ্বিতীয় লেগে সবার চোখ ছিল এমবাপ্পের ওপর। এর আগে সর্বশেষ বার্সেলোনায় খেলতে এসে হ্যাটট্রিক করেছিলেন এ ফরাসি তারকা। এবারও এমবাপ্পের কাছ থেকে তেমন কিছু দেখার অপেক্ষায় ছিল পিএসজির সমর্থকেরা।

ভক্তদের শেষ পর্যন্ত নিরাশ করেননি এমবাপ্পে। দলের প্রয়োজনে ঠিকই জ্বলে উঠলেন বিশ্বকাপজয়ী এ তারকা। হ্যাটট্রিক না পেলেও পিএসজির প্রত্যাবর্তনের রাতে জোড়া গোল করেছেন এমবাপ্পে। আর দুই লেগ মিলিয়ে পিএসজি পেয়েছে ৬-৪ গোলের দারুণ এক জয়। এ জয়ের পর নিজের উচ্ছ্বাস আড়াল করেননি এমবাপ্পে। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জেতার স্বপ্নের কথাও বলেছেন তিনি।

ম্যাচ শেষে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নের কথা জানাতে গিয়ে এমবাপ্পে বলেছেন, ‘আমি প্যারিসের জন্য চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখি। প্রথম দিন থেকেই আমি ক্লাবের হয়ে খেলতে পেরে গর্বিত। এই ক্লাবের হয়ে খেলার গর্ব এবং দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করার বিষয়টি আমার মতো এই এখানে বেড়ে ওঠা কারও জন্য বিশেষ কিছু।’

এ মৌসুম শেষে এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার জোর গুঞ্জন আছে। তবে ইউরোপিয়ান মঞ্চ থেকে শেষ পর্যন্ত খালি হাতে বিদায় নেওয়াটা এমবাপ্পের জন্য বেশ হতাশারই হবে। পিএসজি অধ্যায়টা এভাবে শেষ করতে চান না এমবাপ্পে নিজেও। তাই সেমিফাইনাল নিশ্চিত করেই এমবাপ্পে চোখ রাখছেন ওয়েম্বলির ফাইনালে, ‘একজন প্যারিসিয়ান হিসেবে এমন একটি মুহূর্তের অভিজ্ঞতা লাভ করাটা দারুণ ব্যাপার। ওয়েম্বলির ফাইনালে পৌঁছানোর আগে আমাদের আরও একটি ধাপ পার করতে হবে। তাই আমাদের শান্ত থাকতে হবে।’

বার্সার মতো দলকে হারানোর কারণেও যেন এমবাপ্পের আনন্দের মাত্রা সীমা ছাড়িয়েছে, ‘আজকে আমরা অসাধারণ একটি দলকে হারিয়েছি। আজ আমরা যদি হেরেও যেতাম, তবু আমি প্যারিসিয়ান হিসেবে গর্বিত হতাম। তবে এখন এটা নিশ্চিত যে এমন একটি সন্ধ্যার কারণে গর্বের মাত্রাটা আরও বেড়ে যায়। আমরা খুবই খুশি। আমরা এমন একটা দলকে হারিয়েছি, যাদের আমরা হারাতে চেয়েছি এবং ফাইনালের আরও কাছে যেতে চেয়েছি। এই জয় তাদের জন্য, যারা এখানে এসে এবং ঘরে বসে আমাদের সমর্থন দিয়েছে। এটা গর্বিত হওয়ার মতোই রাত।’

কিছুদিন ধরেই এমবাপ্পের সঙ্গে পিএসজি কোচ লুইস এনরিকের দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছিল। তবে বার্সা ম্যাচ শেষে পিএসজি কোচও এমবাপ্পেকে নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এমবাপ্পে আজকের ম্যাচে অবিসংবাদিত নেতা ছিল।’


 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com