বিসিএসের স্থগিত পরীক্ষা শুরুই করতে পারছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কবে শুরু করা যাবে, সেসব নিয়ে আগামীকাল সোমবার সভা ডেকেছে পিএসসি। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, আগামীকাল সভা আছে। স্থগিত পরীক্ষা শুরুসহ আরও কিছু বিষয় নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা আছে।
পিএসসির একজন কর্মকর্তা বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর পিএসসির তদন্ত কমিটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা পায়নি। এ ছাড়া অন্য বেশ কিছু বিষয় নতুন সরকারকে অবগত করেছে। কিন্তু কোনো বিষয়ে সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট ধারণা পাচ্ছে না পিএসসি।
এ জন্যই বিসিএসের স্থগিত পরীক্ষা শুরু করা যাচ্ছে না। এখন ৪৪তম বিসিএসের ভাইভা, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখা আর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া—এই গুরুত্বপূর্ণ কাজ আছে পিএসসির সামনে। কিন্তু অনিবার্য কারণে এগুলো স্থগিত হয়ে আছে।
আগামীকাল সভায় সবকিছু নিয়ে আলোচনা হবে বলে জানান ওই কর্মকর্তা। পিএসসির গতি ফেরাতে সরকার দ্রুতই পিএসসিকে নির্দেশনা দেবে—এ আশা ব্যক্ত করেন ওই কর্মকর্তা।