
নতুন বছরের রাজধানী কিয়েভসহ ইউক্রেনে ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। শনিবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। গত তিন দিনের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয়বার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা। এরপরই ক্ষুব্ধ বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়া এবং তার আগ্রাসনকে কখনোই ক্ষমা করবে না ইউক্রেন।
শনিবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
জেলেনস্কি বলেছেন, মস্কো শয়তানের সাথে জোট করেছে। ক্রিসমাসেও হামলা চালিয়েছিল রাশিয়া। তারা নিজেদেরকে খ্রিস্টান বলে কিন্তু তারা শয়তানের জন্য (কাজ করছে)। তারা তার (শয়তানের) জন্য এবং তার (শয়তানের) সাথে আছে।
এদিকে হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রাশিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।