ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সৌদি আরবে প্রায় ২০ হাজার জন অবৈধ প্রবাসী গ্রেফতার

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:১৯ পূর্বাহ্ন

banglahour

সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ অবৈধ বসবাস, মেয়াদবিহীন কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ এক সপ্তাহে ১৯ হাজার ৬৯৬ জনকে গ্রেফতার করেছে।

এক সরকারি প্রতিবেদন অনুসারে, মোট ১১ হাজার ৩৩৬ জন ব্যক্তিকে অবৈধ বসবাসের জন্য গ্রেফতার করা হয়। এছাড়া ৫ হাজার ২৭৬ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা এবং আরও ৩ হাজার ১৮৪ জনকে শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আটক করা হয়।

প্রতিবেদনে দেখানো হয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেফতারকৃত ১ হাজার ৫৪৭ জনের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩১ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের।

আরও ৭১ জন প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়ে এবং ২২ জনকে পরিবহন আইন লঙ্ঘন এবং অবৈধ আশ্রয় দেওয়ার জন্য আটক করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে  সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন সৌদি রিয়াল (২ লাখ ৬০ হাজার ডলার) পর্যন্ত জরিমানা এবং সেই সাথে যানবাহন বাজেয়াপ্ত হতে পারে।

এ ছাড়া সন্দেহজনক আচরণ দেখা গেলে মক্কা এবং রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬-এ রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com