দেশের ৪৮তম মিশন হিসেবে ফ্রান্সে ই-পাসপোর্ট সেবা চালু করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। গত রোববার (২৪ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে দূতাবাস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত প্রবাসীরাও।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে ফ্রান্সে আরও আগে চালু হওয়ার কথা ছিল ই-পাসপোর্ট সেবা। সরকারের সীমাবদ্ধতার জায়গা থেকে একটু দেরি হলেও ফ্রান্স বাংলাদেশ মিশনে এ পাসপোর্ট কার্যক্রম চালু হলো। তিনি আরও জানান, মিশন প্রবাসীদের সেবা দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। ই-পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টের প্রতি সতর্ক হওয়া ও শুরুতে আবেদন কম গ্রহণ করা হলেও পরে জনবল বৃদ্ধির মাধ্যমে বেশিসংখ্যক আবেদন গ্রহণ করা হবে।